লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিন প্রার্থীর বিজয়


admin প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ২:৪৭ পূর্বাহ্ন /
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিন প্রার্থীর বিজয়

লালমনিরহাটের পাটগ্রাম ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপেই ৮ মে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল 4 টা পর্যন্ত, বিরতিহীন ভাবে ৮১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শেষে, উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে, রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, নির্বাচন কমিশন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
নির্বাচনে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আনারস প্রতিকে৫৬১৪৩ ভোট পেযে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ওয়াজেদুল ইসলাম শাহীন ঘোড়া প্রতীকে ৯৩৫ভোট পেয়েছেন। এ ছাড়াও মোঃ রেজাউল করিম টেলিভিশন প্রতীকে ৩৫৩ ভোট পেয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি, মোফাজ্জল হোসেন লিপু টিউবওয়েল প্রতীকে ২৯১৩৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী,পাটগ্রাম ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন শুভ চশমা প্রতীকে ২৭২৯৪ ভোট পেয়েছেন।

অপর দিকে রেজওয়ানা পারভিন সুমি ফুটবল প্রতীকে২৬০২১ ভোট পেয়ে, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার কলস প্রতিকে ২০২১২ ভোট পেয়েছেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বী যুব মহিলা লীগের সভাপতি মির্জা সাইরি তানিয়া পদ্মফুল প্রতীকে ১০২৭৭ভোট পেয়েছেন।

 

সাঈদ হাসান পাটগ্রাম উপজেলা প্রতিনিধি