লালমনিরহাট থানা পুলিশের অভিযানে ৯১ পিস মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক।


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন /
লালমনিরহাট থানা পুলিশের অভিযানে ৯১ পিস মাদকদ্রব্য  ফেনসিডিল সহ  মাদক ব্যবসায়ী আটক।

গ্রেফতারকৃত আসামিহ পলাতক আসামির বিরুদ্ধে মামলা রুজু, পুলিশ সুপার লালমনিরহাট মহোদয়ের এরদিক নির্দেশনায় লালমনিরহাট থানার ভাইয়ের দিকে নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে এস আই মো: নাজমুল হক সঙ্গীর। ফোসসহ গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট পৌরসভা দিন সেনামৈএী মার্কেট সংলগ্ল বরকত ট্রাভেলস বাস কাউন্টারের ভিতরে সিলিং এর উপর হইতে ৯১ পিস মাদক দ্রব্য ফেনসিডিল সহ আসামি। (১)মো: ইউনুজ আলী (৩৫) পিতা মোঃ বাবলু মিয়া। বিডিআর হাটখোলা থানা ও জেলা লালমনিরহাটে গ্রেপ্তার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে, মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। বর্ণিত মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়া যাইতে ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসা জানা যায় জানা যায়।

মাদকদ্রব্য ফেনসিডিল সহ গ্রেপ্তারকৃত আসামি পলাতক আসামির বিরুদ্ধে লালমনিরহাট থানায়।মামলা দায়ের করে মামলা নং ৪৭ তারিখ ২৮-২- ২০২৪খি:ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৪(গ)/৪১রুজু করা হয়েছে।আসামিকে বিধি মোতাবেক আদালতে পাটানো হবে।

সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি