সাংবাদিক মোঃ সজিব কাজীর ছোট ভাই মোঃ সজল কাজী সড়ক দূর্ঘটনায় নিহত


admin প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ১:০৬ অপরাহ্ন /
সাংবাদিক মোঃ সজিব কাজীর ছোট ভাই মোঃ সজল কাজী সড়ক দূর্ঘটনায় নিহত

শোক সংবাদ


কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামের কৃতি সন্তান সাংবাদিক মোঃ সজিব কাজীর ছোট ভাই মোঃ সজল কাজী তিলছড়া বাজার থেকে ওড়াকান্দির উদ্দেশ্যে একটি নসিমন গাড়ি নিয়ে রওনা হয় তিল ছড়া সরদার বাড়ির সামনে গেলে গাড়িতে উল্টে যায় আগে সজল কাজী পড়ে যায় ওই গাড়িটি সজল কাজীর উপরে পড়ে ঘটনাস্থল থেকে দ্রুততাকে হসপিটালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কাশিয়ানী নেওয়ার উদ্দেশ্যে রওনা হয় ধূসর ব্রিজের উপরে উঠলে ওখানেই সজল কাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘটনা তারিখ ৫/৪/২০২৪ শুক্রবার রাত ৮/ঘটিকায়।

নিজেস্ব প্রতিবেদক