“স্বৈরাচার আওয়ামী লীগকে দেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না”—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।
শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাওলানা মার্কেটের সামনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এই আয়োজন করে।
আমান উল্লাহ আমান বলেন, “বিএনপি আগামীতে ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা হবে। বিএনপির শাসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশের ইতিহাস ভিন্ন পথে যেত। তাঁর সাড়ে তিন বছরের শাসনামলে ‘তলা বিহীন ঝুড়ি’ খ্যাত বাংলাদেশকে তিনি আত্মনির্ভরশীল দেশে পরিণত করেন। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”
আলোচনা শেষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মোঃ শরীফুল ইসলাম, যুবনেতা রকিব হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
প্রতিবেদন: কাজী সজীব, বিশেষ প্রতিনিধি।
আপনার মতামত লিখুন :