কাবুলে বাসে বোমা হামলায় নিহত ২, আহত ১৪


admin প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন /
কাবুলে বাসে বোমা হামলায় নিহত ২, আহত ১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল শনিবার একটি মিনিবাসে বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, দাশত-ই-বার্চি এলাকায় একটি মিনিবাসে বোমা হামলায় দুজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে কাবুল পুলিশের মুখপাত্র জাদরান বলেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দাশত-ই-বার্চি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে একটি মিনিবাসকে লক্ষ্য করে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে।

এদিকে এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। সুন্নি জঙ্গি গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তাদের সদস্যরা শিয়া মুসলমানদের বহনকারী বাসে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে।

কাবুলের দাশত-ই-বার্চি এলাকা বারবার আইএসের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। এর আগে, গত বছরের নভেম্বরে একই এলাকায় একটি মিনিবাসে বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস। ওই হামলায় ৭ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছিলেন।

একই এলাকায় গত বছরের অক্টোবরে একটি স্পোর্টস ক্লাবে বিস্ফোরণে ৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছিলেন। সেই হামলার দায়ও স্বীকার করে আইএস।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আইএসের সহযোগী সংগঠনগুলো তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। আইএস জঙ্গিরা রাজধানী কাবুল এবং উত্তর প্রদেশে শিয়াদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে।