তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির তথ্য বলছে, ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুরসা প্রদেশের জেমলিক শহরের কাছে মারমারা সাগরে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৯ কিলোমিটার।
তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ইস্তাম্বুল ও আশেপাশের অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়। মানুষজন ভয়ে বাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে তুরস্কের ১১টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব প্রদেশের পাশাপাশি উত্তর সিরিয়ার অংশ বিধ্বস্ত হয়েছিল।
আপনার মতামত লিখুন :