আচরণবিধি লঙ্ঘন : শামীম ওসমানকে শোকজ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ২:৩৪ পূর্বাহ্ন /
আচরণবিধি লঙ্ঘন : শামীম ওসমানকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৩ ডিসেম্বর) স্বশরীরে বা একজন প্রতিনিধির মাধ্যমে তাকে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবিব এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বিভিন্ন পাড়া মহল্লার কর্মী সমর্থকদের সমন্বয়ে ব্যানার ফ্যাস্টুন ও বাধ্যযন্ত্র নিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনন্দ মিছিল করে জনগণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(ঘ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। আপনার উক্ত আচরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।