আশুলিয়ায় ১৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ০৩ রা জানুয়ারি।


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ২:০৩ অপরাহ্ন /
আশুলিয়ায় ১৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ০৩ রা জানুয়ারি।

আশুলিয়া (সাভার) প্রতিনিধি:
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার আউকপাড়ায় অবস্থিত এম. এ জলিল হাফিজিয়া মাদরাসা ও বাইতুল জান্নাত জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় আগামী ৩রা জানুয়ারি ২০২৬ ইং, শনিবার অনুষ্ঠিত হবে ১৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।
মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলটি বাদ আছর শুরু হবে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা কারী আব্দুর রহিম আল মাদানী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন মুফতি ইমদাদুল ইসলাম রংপুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন (বাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ইয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান মোঃ মাঈনুদ্দিন (বিপ্লব), ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক খান, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, আজলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাবেল উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল ও আশুলিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক ও বর্তমান যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল শেষে পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জাফর আহমেদ।
মাহফিল পরিচালনা করবেন অত্র মসজিদ কমিটির সদস্য মোঃ জিয়া উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আলহাজ্ব হাকিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল জলিল, প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি।
আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলে সর্বস্তরের মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।