সাভারে  মিথ্যা মামলায় আসামি করা হয়েছে  সাংবাদিক কাজী দেলোয়ার হোসেনকে।


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন /
সাভারে  মিথ্যা মামলায় আসামি করা হয়েছে  সাংবাদিক কাজী দেলোয়ার হোসেনকে।

 

মোঃ কাজী সজীব || বিশেষ প্রতিনিধি

গত ২৬/০৯/২০২৫ তারিখ সাভার মডেল থানায় একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা  রজু করা হয়। মামলা নং ৭২। এজাহারে মামলার বাদী আলী রেজা রাজু – দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিক কাজী দেলোয়ার হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ করেন।

মামলার বিবাদী সাংবাদিক কাজী দেলোয়ার হোসেন গণমাধ্যম কর্মীদেরকে  বলেন, আপনারা তদন্ত করে দেখেন। এছাড়া ও মামলার বাদী এজাহারে  কাজী দেলোয়ার হোসেন যে  দৈনিক মুক্ত খবর পত্রিকার একজন সাংবাদিক, তার এই পরিচয়টি গোপন করে মামলা রজু করানো হয়।

সাংবাদিক কাজী দেলোয়ার হোসেন আরো অভিযোগ করেন, কোনরকম তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে- সাভার মডেল থানায়  মিথ্যা মামলা রজূ হয়। মিথ্যা মামলা থেকে  অব্যাহতি পেতে পেশাগত দায়িত্ব অখুন্ন রাখতে  কর্মরত সকল গণমাধ্যম কর্মী  এবং প্রশাসনের প্রতি উদাত্ত  আহবান জানান। এই মামলার সত্য ঘটনা  উন্মোচন হওয়ার  জোর দাবি জানান।

তিনি আরো বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জকে পেশিশক্তি প্রয়োগ করে এই মামলাটি রজু করানো হয় বলে  বিবাদীর দাবি। দৈনিক যায়যায়দিন পত্রিকার অফিস তথ্য  মতে জানা যায় যে,  আলী রেজা রাজু  নামের কোন ব্যক্তি  গণমাধ্যম কর্মী  সাভার-আশুলিয়ায় প্রতিনিধি নাই। মামলার বাদী  আলী রেজা রাজু  পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গা অপকর্ম করে যাচ্ছে বলে দৈনিক যায়যায়দিন পত্রিকার কর্তৃপক্ষ জানান। এছাড়াও তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান অফিস কর্তৃপক্ষ।

মামলা রজু হওয়ার পর নকল উঠিয়ে জানতে পারি,মামলার এজাহারে ৭ সাতজনের মধ্যে ৬ নম্বর  আসামি করা হয় সাংবাদিক কাজী দেলোয়ার।

তিনি আরো বলেন,মামলাটি সঠিক তদন্তের স্বার্থে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে আলী রেজা রাজুর  বিবস্ত্র ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে কিনা খতিয়ে দেখার জোর দাবি জানান।  আমি বিশ্বাসের সাথে বলতে পারি আমার ফেসবুক আইডি থেকে আলী রেজা রাজুকে জড়িয়ে  কোন ছবি বা ভিডিও পোস্ট করা হয়নি, যার কারনে মামলার বাদী আলী রেজা রাজু বা তার পরিচিত কারো সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়।

বাদীর সাথে কে বা কারা কি ঘটনা ঘটিয়েছে, তার আগে -পরের কিছুই জানিনা বলে দাবী করেন সাংবাদিক কাজী দেলোয়ার। তিনি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ মামলার সঠিক তদন্তের দাবী জানান।