জননী প্রকল্পের মাধ্যমে পাটগ্রাম উপজেলায় বাল্য বিয়ের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।


admin প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন /
জননী প্রকল্পের মাধ্যমে পাটগ্রাম উপজেলায় বাল্য বিয়ের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।

 

লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় strengthening the Maternal & Neonatal Health system in rangpur Bangladesh শহীদ আফজাল মিলনায়তনে কক্ষে জননী প্রকল্প এর সহযোগীতায় বাল্য বিয়ের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত,জননী প্রকল্প রংপুর বিভাগে মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক একটি দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। জননী প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে রংপুর বিভাগে মাতৃ মৃত্যু কমানো এবং বাল্য বিবাহ রোধকল্পে সামগ্রিক প্রচারণা। জননী প্রকল্প টি মূলত KOICA এর আর্থিক সহায়তায়, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে এর কারীগরী সহায়তায় এবং বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।

এই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে, বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন ধরনর সেমিনার, সভা, উঠান বৈঠক, মা -সমাবেশ, কমিউনিটি সেশন, বৌ শ্বাশুড়ী মেলা,মাইকিং, টিভি শো কমউনিটি পযায়ে উপজেলা হেল্থ ও পরিবার পরিকল্পনা বিভাগ এর সহযোগীতায় জননী প্রকল্প বাস্তবায়ন করে আসছে । এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ, ধমীয় নেতা, পুরোহীত, ইয়ূথ লিডার, ওমেন লিডার, এর মাধ্যমে কমিউনিটিতে জনসচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে । সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ,অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব ব্রত কুমার রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাকিব হোসেন,সমাজ সেবা অফিসার মনজুর মোর্শেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা পারভিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, গর্ভমেন্ট রিলেশন ও কমিউনিটি মোবিলাইজার জননী প্রকল্প অফিসার নাজমুল হুদা ডাকুয়া, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিশ্বনাথ শর্মাসহ জননী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী উপস্থিত ছিলেন ।

 

সভার সভাপতি উত্তম কুমার দাশ বলেন বাল্য বিয়ে প্রতিরোধে ৪ টি বিষয়ে গুরুপ্ত আরোপ করেন- পিতা মাতার সচেতনতা, স্কুলিং, সামাজিক সচেতনতা, ও আইন প্রয়োগ সঠিক সময়ে সঠিক ভাবে নিশ্চিত হলেই বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে । উপরোক্ত বিষয়ে সকলকে তিনি এক হয়ে কাজ করার জন্য আহ্বান করেন ।