সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সিঙ্গিমারি নদী থেকে অবৈধভাবে ভালো উত্তোলন পরিবহন ও বিক্রির দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ১৯ আগষ্ট সোমবার সকাল ১১:৩০ টায় কুচলিবাড়ি ইউনিয়ন এর সিংগিমারি নদীর ডাহাটি নামক এলাকায় মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অপরাধে মোঃ সবুজ ইসলাম (৩০) নামে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার ইন্সপেক্টর হামিদুর রহমান প্রধানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
দণ্ডপ্রাপ্ত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকার সফিকুল ইসলামের পুত্র।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস জানান অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :