সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি ।
অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা শহীদ আফজাল মিলনায়তনের হলরুমে পাটগ্রাম উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল গাফফার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোতাহারুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আবুজ উদ্দিন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন-মাছের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করুন। অভয়াশ্রম কী? অভয়াশ্রম হলো মাছের নিরাপদ আশ্রয়স্থল, যেখানে মা মাছ তার বাচ্চাদের নিয়ে নির্ভয়ে বিচরণ করে, খাদ্য খায় এবং প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। কিন্তু আমরা কী করি? আমরা মা মাছ ও বাচ্চা মাছ উভয়কেই ধরে এনে রান্না করে খাই। এটা কতটা নিষ্ঠুর হতে পারে, তা কি কখনো ভেবে দেখেছি ?
তিনি আরও বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এই সাফল্য ধরে রাখতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, জলাশয় সংরক্ষণ এবং জনসচেতনতা অপরিহার্য। আসুন, আমরা সবাই মিলে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের বৈচিত্র্য রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ মৎস্য সম্পদ নিশ্চিত করি।
আপনার মতামত লিখুন :