সাপ্তাহিক আইন সমাজ পত্রিকা-এর গাজীপুর প্রতিনিধি, আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-এর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, ব্যথিত।
পেশাগত দায়িত্ব পালনকালে, সাহস ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথে অটল থেকে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। এটি কেবল একজন সংবাদকর্মীর মৃত্যু নয়—বরং সত্য, ন্যায় ও বিবেকের কণ্ঠকে স্তব্ধ করার একটি নির্মম অপচেষ্টা।
তুহিন ছিলেন একনিষ্ঠ, পরিশ্রমী এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সংবাদযোদ্ধা। তাঁর সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব আমাদের সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সাপ্তাহিক আইন সমাজ পত্রিকা পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানাই। সেই সঙ্গে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি—এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
আপনার মতামত লিখুন :