গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের মৃত্যুতে সাংবাদিক মহলের শোক।


admin প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৫, ২:২৭ অপরাহ্ন /
গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের মৃত্যুতে সাংবাদিক মহলের শোক।

গাজীপুর: গাজীপুরের প্রিয় সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সমাজ গভীর শোক ও ব্যথা প্রকাশ করেছে।

 

সহকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সাহস ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথে অটল থেকে তুহিন নিজের জীবন উৎসর্গ করেছেন। এটি কেবল একজন সংবাদকর্মীর মৃত্যু নয়, বরং সত্য, ন্যায় ও বিবেকের কণ্ঠকে স্তব্ধ করার একটি নির্মম অপচেষ্টা।

 

তাদের মতে, আসাদুজ্জামান তুহিন ছিলেন একনিষ্ঠ, পরিশ্রমী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সংবাদযোদ্ধা। তাঁর সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

 

তুহিনের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

শেষে আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়—আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।