লালমনিরহাট মহাসড়কে প্রান গেল মোটরসাইকেল চালক মেরাজের


admin প্রকাশের সময় : জুন ২১, ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন /
লালমনিরহাট মহাসড়কে প্রান গেল মোটরসাইকেল চালক মেরাজের

সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরায় বুড়িমারী-লালমনি মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

 

শুক্রবার (২০ জুন) বেলা দেড়টার সময় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বাউরা রেলগেট সংলগ্ন কাঁঠালতলায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পৌরসভার ৮নং ওয়ার্ড মডেল মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা মুহাম্মদ মেরাজ হোসেন (১৯) ঘটনাস্থলেই নিহত হন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান একজন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পিকআপ ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে।