চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার ১ মে ২০২৫ তারিখ, জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা-এর আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে হাসান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা তাঁর বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় শ্রমিকদের প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের মূল্যবান বক্তব্য ও মতামত তুলে ধরেন। শ্রমিক-মালিক ঐক্য হোক উন্নয়ন ও সুরক্ষার সেতুবন্ধন।
আপনার মতামত লিখুন :