দেশজুড়ে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে সাভারে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দীন।
গ্রেফতারকৃতরা হলেন:
মোজাম্মেল হোসেন (২৬), পিতা মোবারক হোসেন আমির, বাগ্নিবাড়ি, সাভার;
সাহাবুদ্দিন (২৭), পিতা মোঃ ওমর আলী, একই এলাকা;
অন্তর ইসলাম (২৩), পিতা বিপুল, বানারশী, জয়পুরহাট সদর থানা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বাগ্নিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। যুব সমাজকে রক্ষা এবং দেশ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার নবিউল ইসলাম।
আপনার মতামত লিখুন :