লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেড এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৫, ১:৫৭ অপরাহ্ন /
লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেড এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সাঈদ হাসান লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাটে অ্যাডিশনাল ডিআইজি জনাব মোঃ শরীফ উদ্দিন, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়ের লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে অত্র জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জনাব মোঃ শরীফ উদ্দিন মহোদয় এবং উক্ত সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় লালমনিরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য’গণের সাথে পুলিশের মনবল বৃদ্ধি করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশকে জনগণের নিকট আস্থাশীল করে গড়ে তুলতে হবে মর্মে উল্লেখ করে তিনি আরো বলেন পুলিশ জনগণের বিপদে সবচেয়ে নিকটতম বন্ধু। এসময় পুলিশ সদস্য’গণকে চেইন-অফ-কমান্ড মেনে চলার জন্যও নির্দেশ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) লালমনিরহাট’সহ সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), ফাঁড়ি ইনচার্জ, আর আই, পুলিশ লাইন্স, আর ও (১), রিজার্ভ অফিস ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।