১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবসে, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার এবং গ্লোবাল এইচ আর জার্নালিস্ট ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
সকালে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান।
সংগঠনের প্রতিনিধিরা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার নিয়ে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে তাদের দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি মানবাধিকার রক্ষায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সংগঠনটি জাতির বীর সন্তানদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে।
আপনার মতামত লিখুন :