গোলান মালভূমির বাফার জোনে ইসরায়েলি সেনাবাহিনীর তৎপরতায় জাতিসংঘের উদ্বেগ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ৬:০০ পূর্বাহ্ন /
গোলান মালভূমির বাফার জোনে ইসরায়েলি সেনাবাহিনীর তৎপরতায় জাতিসংঘের উদ্বেগ

সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই দেশটির অধিকৃত গোলান মালভূমির বাফার জোন (সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল) দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। খবর আনাদোলু এজেন্সির।

 

সোমবার (৯ ডিসেম্বর) জাতিসংঘ সোমবার সতর্ক করে বলেছে, সিরিয়ার গোলান মালভূমির বাফার জোনে ইসরায়েলি সামরিক তৎপরতা ইসরায়েল ও সিরিয়ার মধ্যে ১৯৭৪ সালের সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক একটি সংবাদ সম্মেলনে বলেন, “ইসরায়েলের পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘের শান্তিরক্ষীরা ইসরায়েলের সামরিক বাহিনীকে অবহিত করেছে যে, এই পদক্ষেপগুলো ১৯৭৪ সালের সমঝোতা চুক্তি লঙ্ঘন করবে। বাফার জোনো কোনো সামরিক বাহিনী বা তৎপরতা থাকা উচিত নয়।”