২৫শে মার্চ এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাটগ্রামে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টর হেডকোয়ার্টার বুড়িমারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮ টায় স্থানীয় সাহেব ডাঙ্গা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এর পর দুপুরে ১২.৩০মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা,ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল,এসময় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ উপজেলা সহ সভাপতি আব্দুল ওহাব প্রধান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী,সহকারী কমিশনার ভূমি ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এএইচ এম সালাউজ্জামান ফারুক, সাবেক কমান্ডার জাকির হোসেন, সাবেক কমান্ডার মোশাররফ হোসেন। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। ও বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ।
সাইদ হাসান // পাটগ্রাম উপজেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :