গোপালগঞ্জ ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ২:৩৬ পূর্বাহ্ন /
গোপালগঞ্জ ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ

মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে ছোট ভাই টুকু মিনার স্ত্রী বিউটি বেগম (৪৫) ও তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে লামিয়াকে (১৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাই হারুন মীনা ও তার পরিবারের বিরুদ্ধে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। অভিযুক্ত চাচা ও তার পরিবারের সদস্যরা পালাতক।

 

নিহত লামিয়া খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. আলমাস আল রাজী বলেন, সন্ধ্যায় বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল ফোনে দুলা ভাইয়ের সঙ্গে কথা বলছিলো লামিয়া। এসময় বড় চাচা হারুন মীনা লামিয়াকে সরে গিয়ে কথা বলতে বলেন। কিন্তু, লামিয়া না সরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লামিয়া ঘরে চলে যায়। এসময় বড় চাচা হারুন মিনা, তার স্ত্রী ও মেয়ে ঘরের ভেতর গিয়ে ধারালো অস্ত্র দিয়ে লামিয়া এবং তার মা বিউটি বেগমকে কোপাতে থাকেন। এতে লামিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় বিউটি বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।