কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। পরে পুলিশ গিয়ে দুইজনকে আটক করে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর সার্কিট হাউসের সামনে সংঘর্ষটি হয়।
কুমিল্লা কোতোয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সংঘর্ষের পরপরই আমরা দুইজনকে আটক করেছি। কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের বয়স ১৮ বছরের নিচে।
এদিকে, ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন কিশোর দেশি অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এ সময় তাদের ককলেট নিক্ষেপ করতেও দেখা গেছে ভিডিওতে। পুলিশ আসতে দেখে ওই কিশোররা দ্রুত পালিয়ে যায়।
কয়েজন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে আধিপত্য নিয়ে কয়েকটি কিশোর গ্যাংয়ের মধ্যে ঝামেলা চলছিল।
সার্কিট হাউজ এলাকার বাসিন্দা মামুন মিয়া বলেন, চোখের সামনে দুই শতাধিক ছেলে বিভিন্ন অস্ত্র নিয়ে কান্দিরপাড় সড়কের দিকে অবস্থান নেয়। অন্যদিকে, পুলিশ বক্সের সামনে আরেকটি গ্রুপ এসে প্রায় বিশটি ককলেট বিস্ফোরণ ঘটায়। পরে দুই গ্রুপ একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। সবার হাতে দেশি অস্ত্র ছিল। পুলিশ আসলে সবাই পালিয়ে যায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, জড়িতদের আটকে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :