শত্রুদের পরমাণু হামলার হুঁশিয়ারি কিমের


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ৭:৩৬ পূর্বাহ্ন /
শত্রুদের পরমাণু হামলার হুঁশিয়ারি কিমের

পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়াকে উসকানি দিলে শত্রুদের বিরুদ্ধে পাল্টা পরমাণু হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমে যুক্ত সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান কিম। এ সময় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক সফল উৎক্ষেপণের জন্য তাদের অভিনন্দন জানান তিনি।

 

কিম জং উন বলেন, ‘আন্তঃমহাদেশীয় ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্রের সফল মহড়াটি দেশের প্রতি সশস্ত্র বাহিনীর আনুগত্য ও দৃঢ় অবস্থান প্রমাণ করেছে। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে, পরমাণু হামলার জন্য উসকানি দিলে পিয়ংইয়ং পাল্টা পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।’

উত্তর কোরিয়া গত সোমবার জানায়, তারা মার্কিন ক্রমবর্ধমান শত্রুতার বিরুদ্ধে নিজেদের পারমাণবিক শক্তির যুদ্ধ প্রস্তুতি পরিমাপ করতে আন্তঃমহাদেশীয় ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

 

পিয়ংইয়ং দূর-পাল্লার নতুন যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি চালিয়েছে, তার পরিসীমা ১৫ হাজার কিলোমিটারের বেশি। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে গত সপ্তাহে একটি বৈঠক হওয়ার পরই উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। উত্তর কোরিয়া থেকে পারমাণবিক হামলার জবাব কীভাবে দেওয়া যেতে পারে সেই পরিকল্পনা নিয়ে বৈঠক করেছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

বুধবার যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের শীর্ষ কূটনীতিকরা উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে পরমাণু অস্ত্র দেশকে উসকানি দেয়া বন্ধ এবং কোনো শর্ত ছাড়াই আলোচনার আহ্বান জানানো হয়েছে।

 

চলতি বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই অবস্থায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া নিজেদের মধ্যে সামরিক সহায়তা বাড়িয়েছে।

এদিকে, কিমের বোন কিম ইয়ো জং উত্তর কোরিয়ার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি দেশটির আত্মরক্ষার অধিকারের একটি অনুশীলন।

 

তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের উচিত যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও কাজের উপর ভারী দায় চাপানো, যারা সারা বছর ধরে সামরিক উস্কানি দিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।’