আদর্শ গ্রাম পরিবেশ ও উন্নয়ন সংগঠনের নীতিমালা ঘোষণা


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন /
আদর্শ গ্রাম পরিবেশ ও উন্নয়ন সংগঠনের নীতিমালা ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥

সমাজ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে “আদর্শ গ্রাম পরিবেশ ও উন্নয়ন সংগঠন” এর প্রণীত নীতিমালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত নীতিমালায় বলা হয়, সংগঠনটি একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংগঠনের কোনো সদস্যের মধ্যে হিংসা, অহংকার, বিদ্বেষ, বৈষম্য কিংবা প্রতিহিংসামূলক আচরণ গ্রহণযোগ্য হবে না। ধর্ম, বর্ণ, লিঙ্গ ও আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সংগঠনের সকল কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখা বাধ্যতামূলক। সংগঠনের নাম ও সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ সংরক্ষণ বিষয়ে নীতিমালায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণ রোধে সংগঠন নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, যুব ও নারী উন্নয়নসহ সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়, সংগঠনের সকল সিদ্ধান্ত আলোচনা ও সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হবে এবং নেতৃত্ব হবে দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামূলক। নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নীতিমালার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে।