
ঢাকা, ১০ ডিসেম্বর
স্থান: সাভার সিটি সেন্টার।
সময়: ১১:০০ ঘটিকা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের পাশে মানবিক উদ্যোগ
“GLOBAL HR JOURNALIST WELFARE SOCIETY এবং JOURNALIST SOCIETY FOR HUMAN RIGHT & WELFARE”–এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয় কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। পুরো অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল “সাপ্তাহিক আইন সমাজ পত্রিকা ও দৈনিক ক্রাইম এক্সরে।”
সকালের প্রথম প্রহর থেকেই বিভিন্ন এলাকা থেকে অসহায় মানুষজন কর্মসূচিস্থলে জড়ো হতে থাকেন। শীতের তীব্রতা বাড়তে শুরু করায় এই উদ্যোগকে সবাই স্বাগত জানান। আয়োজকদের পক্ষ থেকে সারিবদ্ধভাবে উপস্থিত মানুষের হাতে উষ্ণ কম্বল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. শামসুল আলম খান এবং ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর। তারা একে একে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। নেতৃবৃন্দ জানান, মানবাধিকার দিবস শুধু একটি অনুষ্ঠান নয়; এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত করার প্রতীক। অসহায়দের পাশে দাঁড়ানোই মানবাধিকার রক্ষার প্রকৃত চর্চা।
ডা. শামসুল আলম খান বলেন,
“মানবাধিকার দিবসের চেতনাকে ধারণ করে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাতে পারাই আমাদের মূল অর্জন।”
ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর বলেন,
“আমরা প্রতিবারই এমন মানবিক কার্যক্রম আয়োজন করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।”
দিনব্যাপী কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ কম্বল পাওয়ার পাশাপাশি খাদ্যসহায়তাও গ্রহণ করেন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, শীতের এই কঠিন সময়ে এমন উদ্যোগ তাদের জন্য বিরাট সহায়তা।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজে যারা প্রান্তিক অবস্থায় জীবনযাপন করছেন, তাদের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। মানবাধিকার দিবসকে সামনে রেখে এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
দিন: ১০ ডিসেম্বর ২০২৫
আপনার মতামত লিখুন :