
স্টাফ রিপোর্টার:
আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই ঐতিহাসিক দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মহান বিজয় দিবস উপলক্ষে Global HR Journalist Welfare Society এবং Journalist Society for Human Rights and Welfare–এর পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল শুভানুধ্যায়ীদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠন দুটির নেতৃবৃন্দ বলেন,
“১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই বিজয় শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, বরং মানবাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। সাংবাদিক সমাজের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং মানবাধিকার ও সত্যের পক্ষে নির্ভীকভাবে কাজ করে যাওয়া।”
তারা আরও বলেন, মহান বিজয় দিবসে সকলকে বিভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও মানবাধিকারসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে, মহান বিজয় দিবস উপলক্ষে আবারও জাতির সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :