১৫ সেনা কর্মকর্তাকে সাবজেলে স্থানান্তর — ন্যায়বিচার নিশ্চিতে আশাবাদ কারা কর্তৃপক্ষের।


admin প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন /
১৫ সেনা কর্মকর্তাকে সাবজেলে স্থানান্তর — ন্যায়বিচার নিশ্চিতে আশাবাদ কারা কর্তৃপক্ষের।

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

 

সকাল ১০টার দিকে ট্রাইব্যুনাল-প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে সেনা কর্মকর্তাদের তোলা হয়। এরপর সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে।

 

অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, “১৫ সেনাসদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাবজেলে রাখা হয়েছে, সেখানে ইতোমধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে।”

 

তিনি বলেন, আদালত নিশ্চয়ই আটক সেনাসদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবেন। বাংলাদেশের আইন অনুযায়ী, আদালতের রায় না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তকেই নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে। তাই বিচারাধীন অবস্থায় তাঁদের বিষয়ে অযাচিত মন্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 

জাহাঙ্গীর কবির আরও বলেন, “এটা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। প্রতিষ্ঠানের নয়। বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক এবং স্বাধীনতার রক্ষক। সেনাবাহিনী নিয়ে অবমাননাকর মন্তব্য করা অনুচিত ও দুঃখজনক।”

 

তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকেছে—প্রাকৃতিক দুর্যোগ, শান্তি রক্ষা, কিংবা জাতীয় সংকট—সবক্ষেত্রেই সেনাবাহিনী জনগণের বন্ধু হিসেবে কাজ করেছে।

 

তিনি আরও উল্লেখ করেন, “জুলাই বিপ্লবের সময়ও সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ না দিয়ে সেনাবাহিনী জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েছিল।”

স্টাফ রিপোর্টার: মোঃ মাসুম