আজ সারা দেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিনে-দুপুরে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাভারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাভার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নাজমুল হুদা।
এসময় সাভারের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, “একজন সাহসী সাংবাদিককে এভাবে নির্মমভাবে হত্যা করা সাংবাদিক সমাজ ও স্বাধীন সাংবাদিকতার উপর বর্বর আঘাত।” তারা আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের সুস্থ বিচারের দাবিও জানান।
স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম।
আপনার মতামত লিখুন :