পাটগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়।


admin প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন /
পাটগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়।

সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার প্রেসক্লাব পাটগ্রাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিজানুর রহমান মিজান। ২৮ জুলাই সোমবার পাটগ্রাম প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, সাংবাদিকদের সাথে সকল প্রকার সহযোগিতা একে অপরের প্রয়োজন। এ ক্ষেত্রে তথ্যের প্রবাহ অবাধ থাকবে।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিজানুর রহমান মিজান বলেন পাটগ্রামের সকল অসামাজিক কার্যকলাপ বিশেষ করে মাদক, জুয়া ও ক্যাসিনো সম্পুর্ন নির্মূলের জন্য সবাংবাদিক ও পুলিশ যৌথ ভাবে কাজ করা প্রয়োজন।

 

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোতাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, টাফিক ইন্সপেক্টর সুমন কুমার, প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সাফিউল ইসলাম সাফি।