রাজধানীর মিরপুর পল্লবীতে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ।


admin প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন /
রাজধানীর মিরপুর পল্লবীতে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ।

রাজধানীর মিরপুর পল্লবীতে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক রোড, ব্লক-ধ এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কাটার মোড় এলাকায় পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো ব-১২-০৫৫৭) হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে এলাকাবাসীর চিৎকারে পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্নিসংযোগ ঘটানো হতে পারে।

পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কারা এই ঘটনায় জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার
মোঃ মাসুম