ফেনী প্রতিনিধি: ফেনী জেলায় টানা বৃষ্টির কারণে মাত্র দুই দিনের মধ্যেই শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। বাসা-বাড়িতে পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
জানা যায়, টানা বর্ষণে ফেনী শহরের নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। স্কুল, কলেজ ও অফিসপাড়ায় পানি জমে যাওয়ায় শিক্ষার্থী ও কর্মজীবীদের চলাচলে বিঘ্ন ঘটছে। কিছু এলাকায় নৌকা বা ভেলা ছাড়া চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে এমন দুর্ভোগ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ চলমান রয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম
আপনার মতামত লিখুন :