লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বাজারে সড়কের দুই পাশে অবৈধভাবে দোকান বসানোয় দীর্ঘদিন ধরে যানজট লেগে থাকছিল। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের নজরে এলে তিনি অবৈধ দখলদার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেন।
শনিবার (৩ মে ২০২৫) দুপুর ৩টার দিকে ইউএনও জিল্লুর রহমান রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু করেন। অভিযানের একপর্যায়ে এক কুচক্রী মহল অতর্কিতভাবে ইউএনও’র ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এসময় সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান এবং ইউএনও’র ওপর আক্রমণের ঘটনায় মো. তাজুল ইসলাম হাদি (৩৩), পিতা—মৃত নজরুল ইসলাম, মাতা—মোছা হেনা খাতুন, সাং—জুম্মাপাড়া, ৫নং ওয়ার্ড, রসুলগঞ্জ, থানা—পাটগ্রাম, জেলা—লালমনিরহাটকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ইউএনও মো. জিল্লুর রহমান নিজেই মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৯ ধারায় তাকে ২ (দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম।
আপনার মতামত লিখুন :