সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
সেবার ব্রতে চাকরি হবে এই বিষয়কে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে; সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম লোকদের খুঁজছে বাংলাদেশ পুলিশ। অদ্য ১৭ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর দ্বিতীয় দিন Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পুরুষ এবং নারী প্রার্থী অংশগ্রহণ করে। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়। উক্ত নিয়োগ কার্যক্রম পরিদর্শন করেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়। রংপুর রেঞ্জ কর্তৃক মনোনিত প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী জনাব এ কে এম ওহিদুন্নবী, ও সহকারী পুলিশ সুপার, জনাব নাহিদ হাসান, ডি-সার্কেল, রংপুর।এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লালমনিরহাট।
উক্ত নিয়োগ পরীক্ষায় তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল), লালমনিরহাট’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ। প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৮ ঘটিকায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়। প্রার্থীদের Physical Endurance Test (PET) এর পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার মহ
আপনার মতামত লিখুন :