লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বছরের প্রথম দিনটি উদযাপন করতে উপজেলার বিভিন্ন পেশার অসাধারণ মানুষ, দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার জনগণ অংশগ্রহণ করেন এই আনন্দঘন র্যালিতে। পাটগ্রামের রাজপথ রঙে রঙে ভরে ওঠে নানা রকম পোস্টার, ব্যানার ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মানুষের মিছিলের মাধ্যমে।
র্যালি শেষে উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত সকলে নতুন বছরকে বরণ করে নিয়ে দেশ ও সমাজ গঠনে নতুন করে অঙ্গীকার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ যেন এক মহামিলন মেলা, যেখানে পাট গ্রামবাসী একত্রিত হয়ে নতুন বছরের আশায় উদ্দীপ্ত হয়ে ওঠেন—’নতুন ভাবে দেশকে গড়ে তোলার’ প্রত্যাশায়।
স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম।
আপনার মতামত লিখুন :