সাঈদ হাসান পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কোরিয়া ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি ( Koica) এর অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহায়তায় আর ডি আর এস বাংলাদেশ বাস্তবায়িত জননী প্রকল্পের আয়োজনে আজ সকাল ১১ টায় শহীদ আফজাল মিলনায়তনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় মুল আলোচ্য বিষয় ছিল মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো। এজন্য জননী প্রকল্প পাটগ্রাম উপজেলায়, তিনটি ইউনিয়ন জগতবেড়, জোংড়া ও বাউড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি সেবায় আওতায় নিয়ে এসেছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোরশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা পারভিন, সমাজ সেবা অফিসার মনজুর মোর্শেদ খান, জোংড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান, পাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান, জগতবেড় ইউনিয়নের প্রশাসক হাবিবুর রহমান মন্ডল, বাউড়া ইউনিয়নের প্রশাসক হারুন মিয়া, তথ্য কর্মকর্তা শাহনাজ পারভীন, জননী প্রকল্পের গভার্মেন্ট রিলেশন অফিসার মোঃ জুলফিকার আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের আলো সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম সবুজসহ বিভিন্ন ইউনিয়নের সচিবগন।
আপনার মতামত লিখুন :