জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইট এন্ড ওয়েলফেয়ারের লালমনিরহাট থানার সভাপতি মোঃ মমিনুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ।


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ৭:১২ অপরাহ্ন /
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইট এন্ড ওয়েলফেয়ারের লালমনিরহাট থানার সভাপতি মোঃ মমিনুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইট এন্ড ওয়েলফেয়ার-এর লালমনিরহাট থানার সভাপতি ও সাপ্তাহিক “আইন সমাজ” পত্রিকার লালমনিরহাট থানার সংবাদদাতা মোঃ মমিনুল ইসলাম সম্প্রতি একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আশুলিয়ার “ওয়েলকাম অটো সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার”-এ বেকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

এই উদ্যোগের মাধ্যমে তিনি সমাজের পিছিয়ে পড়া যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছেন। প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে অটোমোবাইল সার্ভিসিং ও অন্যান্য টেকনিক্যাল স্কিলের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে, যা ভবিষ্যতে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

মোঃ মমিনুল ইসলাম জানান, “বেকার সমস্যা দূর করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমি চাই, আমাদের দেশের বেকার যুবকরা যেন বেকারত্ব দূর করতে পারে, নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং অন্যের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করতে পারে।”

উল্লেখ্য, মোঃ মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবাধিকার ও সমাজকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন এবং তার এধরনের ইতিবাচক উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।