আবু রাইয়ান আশয়ারী রছি’র এবি পার্টিতে যোগদান।


admin প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন /
আবু রাইয়ান আশয়ারী রছি’র এবি পার্টিতে যোগদান।

সাঈদ হাসান লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাটের পাটগ্রামের জনপ্রিয় নেতা, রাইয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বুড়িমারী স্থল-বন্দর আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী (রছি) আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করেছেন। তিনি এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও উত্তরবঙ্গে ভুট্টা চাষের পথিকৃৎ মরহুম এরশাদ হোসেন সাজুর সুযোগ্য পুত্র। যোগদান অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সারোয়ার আলম (সরওয়ার সাঈদ), মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু প্রমুখ। রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণ জানিয়ে আবু রাইয়ান আশয়ারী বলেন, “আমার বাবার আদর্শ ও জনগণের প্রতি তার ভালোবাসা উত্তরবঙ্গের মানুষ আজও স্মরণ করে। আমি হয়তো তার অভাব পূরণ করতে পারব না, তবে তার মতোই সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করব।এবি পার্টিতে তার যোগদানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা আশাবাদী, রছির নেতৃত্বে পাটগ্রাম ও উত্তরবঙ্গের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।