ইউনিভার্সিটির করিডোর পার করে সামনের রাস্তায়
হুট করেই একটা ধাক্কা লাগলো (একটা চার চাকার গাড়ির সাথে)।
পড়ে গেলাম আশেপাশে হইহোল্লর হচ্ছে অনেক।
কেউ কেউ বলতেছে
“ধর ধর”
একটা মেয়েলি কণ্ঠ খুব পরিচিত মনে হলো বললো
“উনাকে হসপিটাল নিয়ে যান তারাতারি”
আমার ঝাপসা চোখে আন্দাজ করতে পারলাম শুধু।
আমাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে আবারও! সেই পরিচিত কন্ঠ
“উনাকে তারাতারি বেইসিক চিকিৎসা প্রদান করেন”
আমার ঝাপসা চোখে ভাসছে তার চেহারা যেনো আমার মুখের উপর থেকেই বলছেন কথা গুলো।
পরের কাহিনীটা অন্ধকার আমার কাছে,
আমি এখন সুস্থ তবে ওই কণ্ঠ আমাকে আজো ডাকে!!! আমি ভাবতেছি, কে সেই পরিচিতা আমার?
আমাকে কেনো এতোটা মনোযোগ দিয়েছিলো আমার জন্যে কেনো এতো কিছু করলো?
একটা ধন্যবাদ ও দিতে পারি নি।
পরক্ষনেই মনে হলো এটা আমার কল্পনা ও হতে পারে,
এর মধ্যেই বছর খানেক পরে আমি টাউন এর অপরিচিত একটা রাস্তা দিয়ে যাচ্ছি তিন চাকার একটা ব্যতিক্রমধর্মী গাড়িতে করে…
আবারও সেই কণ্ঠ!!!!
পিছনে ফিরে তাকালাম নয়নে পড়লো ৪/৫ জন রমনী হেটে যাচ্ছে
গাড়ি ছেড়ে আমি তাদের পিছন পিছন যাচ্ছি কিন্তু কণ্ঠ টা আর আসছে না (খুব আজব ঠেকলো ব্যপারটা)
আমি সেই সাথে ভাবছি সেই কি আমার সেই পরিচিতা?
আচমকা আমি আবার আমার মুখের সামনে তার ঝাপসা চেহারার প্রতিচ্ছবি দেখলাম (ভৌতিক)।
আমাকে যেনো বলছে আমাকে সে চিনে অনেক আগের চেনা কেউ,
কিন্তু পরক্ষনেই আমার ঘুম ভেঙ্গে গেলো মুখে রৌদ্রুজ্জল একটা রশ্নি পড়লো সকাল হইয়ে গেছে। তাহলে এটা কি স্বপ্ন ছিলো!! কিন্তু সেই কণ্ঠ আর সেই মুখ?
মনে প্রশ্ন জাগে এখনো স্বপ্নের মধ্যেও কি কল্পনার জগতে যাওয়া যায়?
আমি একটা নিশ্বাস ফেললাম শুধুমাত্র রহস্যের…
MOHIBUR RAHMAN ANTOR
65th batch, Department of English, City University of Bangladesh
আপনার মতামত লিখুন :