সাঈদ হাসান লালমনিরহাট প্রতিনিধি
নিলফামারী জেলা কর্তৃক আয়োজিত রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনালে একক এবং দ্বৈত দুই ফরমেটে স্বাগতিক নিলফামারী জেলাকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জেলা পুলিশ লালমনিরহাট। জেলা পুলিশের পক্ষ থেকে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নায়েক নাজমুল হক ও কনস্টেবল মোঃ আহসান হাবিব।
রংপুর রেঞ্জের অভিভাবক জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
লালমনিরহাট জেলা পুলিশের জন্য সুনাম বয়ে নিয়ে আসায় অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় বিজয়ী এসআই(নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন, নায়েক নাজমুল হক ও কনস্টেবল মোঃ আহসান হাবিব’দের বিশেষ সংবর্ধনাসহ ফুলেল শুভেচছা প্রদান করেন।
পুলিশ সমাজের অপরাধ দমনের পাশাপাশি ক্রিড়াঙ্গণসহ সামাজিক কার্যক্রমেও এগিয়ে থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
আপনার মতামত লিখুন :