বুড়িমারীতে পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন।


admin প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন /
বুড়িমারীতে পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন।

সাঈদ হাসান লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে পাথরের আমদানী মূল্য ১৬ ডলার থেকে কমিয়ে ১৫ ডলার করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বুড়িমারী স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন । মঙ্গলবার (২১ জানুয়ারি ) দুপুরে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি।লিখিত বক্তব্যে আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, কিছুদিন যাবত আমরা ভুটান স্টোন বোল্ডার প্রতি মেট্রিকটন ১৬ ডলারে আমদানি করে আসছি। এবং ভারত থেকে ১০ ডোলারে আমদানি করছি।  দেখা যাচ্ছে সকল প্রক্রিয়া সম্পন্ন করে যে বিক্রয়মূল্য দাঁড়ায় তা আমাদের জন্য ব্যবসা পরিচালনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রছি আরও বলেন, রকমভেদে পাথরের আমদানী মূল্য ১৫, ১৪ ও ১০ ডলারের বেশী হলে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। প্রতিযোগিতা মূলক বাজারে টিকতে পাথরের উল্লেখিত আমদানী মূল্য করার দাবী জানান তিনি। অন্যথায় আগামী ১ লা ফেব্রুয়ারী থেকে সকল প্রকার পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের উপদেষ্টা আমির হামজা, সিনিয়র সহ-সভাপতি জাকির সাদেক সওদাগর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।