পারিবারিক কলহের জের ধরে, মোহাম্মদ জহিরুল ইসলাম ও আব্দুস সোবহান কে, প্রাণ নাশোক হুমকি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানক্ষুন্নর চেষ্টা। 


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন /
পারিবারিক কলহের জের ধরে, মোহাম্মদ জহিরুল ইসলাম ও আব্দুস সোবহান কে, প্রাণ নাশোক হুমকি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানক্ষুন্নর চেষ্টা। 

আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন এর ঘুঘুদিয়া গ্রামের বাসিন্দা । এবং পাথালিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান । মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাবেক মেম্বর এবং পাথালিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহান কে । প্রাণ নাশক হুমকি দেয়। মোহাম্মদ বশির আহমেদ। সুধু তাই নয় বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেন সনাতন ধর্মীদের উপর নির্যাতন ও চাঁদাবাজি মতো ঘৃণিত অপবাদ দিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানক্ষুণ্ণর চেষ্টা করে। এসময় সরজমিনে গিয়ে দেখা যায় । সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুস সোবহান। ও পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। সনাতন ধর্মীদের জন্য রাস্তাঘাট পূজা মন্দির নির্মাণ করা এবং নগদ অর্থ, বিধবা ভাতা সহ অনেক কাজ করেছে এলাকায়। এ সময় সনাতন ধর্মীরা বলেন আমাদের চেয়ারম্যানের মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুস সোবহান আমাদের সনাতন ধর্মীদের জন্য যা করেছেন ৫০ বছরে কেউ এতো কাজ করেনি। আমাদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের নামে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা প্রচার করা হচ্ছে। তাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।