পাটগ্রাম সীমান্তে বিএসএফ বৈদ্যুতিক পিলার স্থাপনায় বি,জি,বির বাধা।


admin প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ১:৫৩ অপরাহ্ন /
পাটগ্রাম সীমান্তে বিএসএফ বৈদ্যুতিক পিলার স্থাপনায় বি,জি,বির বাধা।

সাঈদ হাসান লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়ানের ধবলসুতি বিওপির বিপরীতে ভারতের ৯৮ বিএসএফের ফুলকাডাবরী ক্যাম্প কর্তৃক বৈদ্যুতিক পিলার স্থাপনে বাধা দিয়েছে তিস্তা-২ ব্যাটালিয়ানের ৬১ বিজিবি সদস্যরা। ১১ জানুয়ারি শনিবার দুপুর ১২ ঘটিকার সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়ানের ধবলসতি বিওপির দায়িত্বপূর্ণ গাটিয়ার ভিটা এলাকার সীমান্ত পিলার ৮২৯ হতে আনুমানিক ৩০-৫০ গজ ভারতের অভ্যন্তরে ৯৮ বিএসএফের ফুলকাডাবরী ক্যাম্পের সদস্যরা ০৫ টি বৈদ্যুতিক পিলার স্থাপনের জন্য ১০০-১২০ জন বিএসএফ সদস্য উক্ত স্থানে এসে বৈদ্যুতিক পিলার স্থাপনের কার্যক্রম শুরুর খবর পেয়ে তাৎক্ষণিক ৬১ বিজিবি ধবলসুতি বিওপির টহল দল উক্ত কাজে বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। উক্ত সময়ের মধ্যে বিএসএফ কর্তৃক ০৩ টি বৈদ্যুতিক পিলার স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে উক্ত বৈদ্যুতিক পিলার স্থাপনের বিষয়ে দুপুর ১:৩০-১:৫০ মিনিট( ঘটিকা) পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মাহবুবুর রহমান সাথে ০৬ জন ও বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জিতেন্দ্র সিং সাথে ০৬ জন। উক্ত পতাকা বৈঠকে বিজিবি কর্তৃক জানতে চাওয়া হয় ০৩টি বৈদ্যুতিক পিলার স্থাপন করেন যা শূন্য লাইন হতে ১৫০ গজ এর ভিতর পরে পরবর্তীতে বিজিবি কোম্পানি কমান্ডার বলেন ১৫০ গজ বাহিরে বৈদ্যুতিক পিলার স্থাপন করা হয়। বিএসএফ কোম্পানি কমান্ডার তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক পিলার ০৩ টি উঠিয়ে নেওয়া আদেশ প্রদান করেন এবং বিএসএফ ও বিজিবি কর্তৃক সরোজমিনে ১৫০ গজ মেপে এর বাহিরে বৈদ্যুতিক ০৫ টি পিলার স্থাপন করা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।