নতুন বছরে স্কুলে ভর্তি উপলক্ষে বিশেষ ছাড়: থাইল্যান্ড টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, সাভার।


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন /
নতুন বছরে স্কুলে ভর্তি উপলক্ষে বিশেষ ছাড়: থাইল্যান্ড টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, সাভার।

সাভারের রাজ্জাক প্লাজার অন্যতম জনপ্রিয় পোশাকের দোকান   নতুন বছরে স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য দিচ্ছে বিশেষ ছাড়। দোকানটি অবস্থিত #এ/৪৭, রাজ্জাক প্লাজা (২য় তলা), সাভার, ঢাকা। তারা সকল স্কুল ইউনিফর্মের কাপড়ে ১০% ছাড়ের ঘোষণা দিয়েছে।

 

দোকানের স্বত্বাধিকারী জানান, “আমরা নতুন শিক্ষাবর্ষের শুরুতে অভিভাবকদের পাশে থাকতে চাই। তাই আমাদের এই বিশেষ ছাড়ের উদ্যোগ, যাতে তারা তাদের সন্তানদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ইউনিফর্ম পেতে পারেন।”

 

থাইল্যান্ড টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দীর্ঘদিন ধরে মানসম্পন্ন কাপড় এবং নিখুঁত সেলাইয়ের জন্য খ্যাত। এখানে স্কুল ইউনিফর্ম ছাড়াও অফিসিয়াল স্যুটসহ বিভিন্ন ধরনের পোশাক সেলাই করা হয়।

 

এই অফারটি জানুয়ারি মাস জুড়ে চলবে। দ্রুত যোগাযোগ করুন: ফোন- 01976-064594, 01716-064594।

 

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ সুযোগ হাতছাড়া করবেন না! আজই সাভারের থাইল্যান্ড টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স

-এ আসুন।