সবার জন্য মর্যাদা, স্বাধীনতা, ন্যায়বিচার এবং আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই, স্লোগান কে সাথে নিয়ে
যেখানে মানবাধিকার এবং আইনের শাসন বিরাজ করে সেখানে ন্যায়বিচারের বিকাশ ঘটে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ ই ডিসেম্বর ২০২৪ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার এবং যৌথ পরিচালনায় গ্লোবাল এইচ আর জার্নালিস্ট ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১০টার দিকে সাভার সিটি সেন্টারের সামনে বিশ্ব মানবাধিকার দিবস ও অসহায় গরিবদের মাঝে কম্বল, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় সাভার সিটি সেন্টারের সামনে মানবাধিকার কর্মীরা জমায়েত হন এবং এই দিবস উদযাপিত করে। এ সময় উপস্থিত ছিলেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার এবং যৌথ পরিচালনায় গ্লোবাল এইচ আর জার্নালিস্ট ওয়েলফেয়ার সোসাইটি এর জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম এবং চেয়ারম্যান মো: শামসুল আলম খান,জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার এর কাফরুল থানার সভাপতি এবং সাপ্তাহিক আইন সমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাসুম এবং অন্যান্য সদস্যবৃন্দ।
বিশ্ব মানবাধিকার দিবস প্রতিবছর ১০ ই ডিসেম্বর উদযাপন করা হয়। এটি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর তারিখে গৃহীত মানবাধিকার সার্বজনীন ঘোষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হয়। এই দিবসটি মানুষ অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বৈষম্য অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে পালিত হয়।
মানবাধিকার সবার জন্য সমান এবং সর্বজনীন। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র মানুষের এই অধিকার আদায়ের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ।
মানবাধিকারের মূলনীতি ও চ্যালেঞ্জ হলো জীবনের অধিকার মত প্রকাশের স্বাধীনতা স্বাস্থ্য ও সমান সুযোগ লাভের অধিকার।
আপনার মতামত লিখুন :