মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
রংপুরের তাজহাট থানার, কলেজ পাড়ায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে, মোঃ লিটন নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার, ৩০ ডিসেম্বর, রাত ১১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসামি মোঃ লিটন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৩৭০ টা ইয়াবা, ১৮০০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে যৌথ বাহিনী নিশ্চিত করেছেন। এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে এবং এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা বাড়াবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এলাকার সচেতন মহল যৌথ বাহিনীর এ পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন এবং মাদক নির্মূলে এ ধরনের আরও উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :