‘কত সাংবাদিকই ছবি তুইল্লা নিছে ব্রিজ হইলো কই?’


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন /
‘কত সাংবাদিকই ছবি তুইল্লা নিছে ব্রিজ হইলো কই?’

মেঘনার শাখা নদীর ওপর তৈরি বাঁশ-কাঠের সাঁকোর ওপর দিয়ে পার হচ্ছেন স্থানীয় এক বাসিন্দা। ছবি: রাইজিংবিডি

“কত সাংবাদিকই তো ছবি তুইল্লা নিছে। কিন্তু ব্রিজ হইলো কই? নির্বাচন আসলে শুনতাম পাশ করলে এইবার অমুক এমপি, তমুক চেয়ারম্যান নদীর ওপর ব্রিজ কইরা দিব। নির্বাচন শেষ হওয়ার পর তাদের আর খোঁজ পাওয়া যায় নাই।”

শুক্রবার (৬ ডিসেম্বর) এভাবেই আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টানবলাকী গ্রামের ৭০ বছর বয়সী আব্দুল লতিফ।

জানা গেছে, গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টানবলাকী ও চরবলাকী দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে মেঘনার একটি শাখা নদী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এই দুই গ্রামের বাসিন্দারা। বছরের পর বছর জনপ্রতিনিধিদের আশ্বাস পেলেও নদীর ওপর এখনো একটি সেতু তৈরি হয়নি। জরাজীর্ণ কাঠ-বাঁশের সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন অন্তত পাঁচ হাজার মানুষ।