এম.এ জলিল মডেল মাদ্রাসা ও বাইতুল জান্নাত জামে মসজিদে ৩৮তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন /
এম.এ জলিল মডেল মাদ্রাসা ও বাইতুল জান্নাত জামে মসজিদে ৩৮তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

আউকপাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা: এম.এ জলিল মডেল মাদ্রাসা ও বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে দু’দিনব্যাপী ৩৮তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থান: এম.এ জলিল মডেল মাদ্রাসা ও বাইতুল জান্নাত জামে মসজিদ, আউকপাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

ড. দেওয়ান মোঃ সালাউদ্দিন (বাবু)

সাবেক এমপি, ঢাকা-১৯ এবং পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

মোঃ জাহাঙ্গীর আলম

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার এর সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং সাপ্তাহিক আইন সমাজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।

বিশেষ অতিথি ও বক্তারা:

১. মাওলানা মাহবুবুর রহমান মাজহার – প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া মাদানিয়া, ঢাকা।

২. মুফতি সীরাজ মাসউদুর রহমান কাসেমী – খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, চট্টগ্রাম।

৩. মাওলানা ফখরুল নূর হোসাইন (নেছারী) – প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া আরাবিয়া নেছারাবাদ, ফেনী।

৪. মুফতি আবু বকর সিদ্দিকী – প্রিন্সিপাল, জামিয়া নুরিয়া ইসলামিয়া, খুলনা।

মাহফিলের মূল আকর্ষণ:

১ম দিন: ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

২য় দিন: প্রখ্যাত ওলামা-মাশায়েখের বয়ান।

সমাপনী বক্তা:

আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল জলিল

প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, এম.এ জলিল মডেল মাদ্রাসা।

সকল ধর্মপ্রাণ মুসলমানকে এই মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

আয়োজনে: এম.এ জলিল মডেল মাদ্রাসা ও বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটি।

প্রচার সহযোগী: সোনার বাংলা প্রিন্টার্স।

সঞ্চালক: মাওলানা এহসানুল আমিন।