
“রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক রিজার্ভ অফিস লালমনিরহাট বার্ষিক পরিদর্শন”
সাঈদ হাসান লালমনিরহাট প্রতিনিধি
অদ্য ১৭ ডিসেম্বর ২০২৪ লালমনিরহাট জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়।
আজ সকাল ০৮:০০ ঘটিকায় লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স এ রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম, রংপুর মহোদয়কে ফুলেল শুভেচছা প্রদান করেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় এবং পুনাক সভানেত্রী রংপুর রেঞ্জ মহোদয়কে কে ফুলেল শুভেচছা প্রদান করেন অত্র জেলার পুনাক সভানেত্রী জনাব জীবন নাহার নাসরিন জেমি মহোদয়। অতঃপর ডিআইজি মহোদয় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেড পরিদর্শন করেন। সুন্দর ও আকর্ষণীয় প্যারেড প্রদর্শন এবং চৌকষ প্যারেড দল দ্বারা গার্ড অব অনার প্রদান করার জন্যে প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআইজি মহোদয়। এসময় সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন এবং ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, রিজার্ভ অফিস ও ডিএসবি’সহ জেলার সকল নথিপত্র পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার জনাব জয়ন্ত কুমার সেন সহ সকল থানা/ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :