তামাক চাষে ব্যস্ত সময় পার করছে লালমনিরহাটের চাষীরা


admin প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ৯:২৯ পূর্বাহ্ন /
তামাক চাষে ব্যস্ত সময় পার করছে লালমনিরহাটের চাষীরা

লালমনিরহাট জেলায় সচেতনের বড্ড অভাবে ক্ষতিকর তামাক চাষের ব্যস্ত সময় পার করছে চাষীরা। এই জেলার চাষীরা মনে করে কম খরচে তামাক চাষ লাভজনক। তাই অন্যান্য ফসলের চেয়ে কম খরচে বেশি ফসল ও ভালো দামের পাশাপাশি। তামাক প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলোর নানামুখী প্রণোদনায় দিব্যি চলছে তামাক চাষ। এই জেলার প্রায় সব স্থানেই কম বেশি তামাকের চাষে ব্যস্ত চাষিরা চোখে পড়ার মত ।
কৃষকেরা বলেছেন, তামাক ক্ষতিকর হলেও সমসাময়িক গম, ভুট্টা সহ অন্যান্য ফসলের মূল্যের চেয়ে তামাকের দাম বেশি থাকায়। জেলা উপজেলা প্রশাসনের বিধি-নিষেধ না থাকায় গ্রামের কৃষকেরা তামাক চাষ থেকে বিরত থাকছে না।
তারা আরো বলেছেন, তারা রেডিও টেলিভিশনে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুনেছে কিন্তু তামাক চাষ ক্ষতিকর তা শুনেনি। তামাক জাতীয় দ্রব্য ব্যবহারের ফলে ক্যান্সার সহ মারাত্মক মরণব্যাধি হলেও তামাক চাষ বন্ধে এ জেলায় তেমন কোন পদক্ষেব লক্ষ করা যায়নি।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ৫টি(লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্দা,পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি(লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার তামার চাষীরা বর্তমানে তামাক গোপনে ব্যস্ত সময় পার করছে।

 

সাঈদ হাসান লালমনিরহাট প্রতিনিধি